বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে হত্যা-প্রচেষ্টা চালাতে পারে জুনদুল্লাহ !
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে হত্যা-প্রচেষ্টা চালাতে পারে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জুনদুল্লাহ’। সিন্ধুর প্রাদেশিক সরকার এ তথ্য জানিয়েছে।প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র বিভাগ এক চিঠিতে সব নিরাপত্তা সংস্থাকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তবে বিলাওয়ালের ওপর কখন, কোথায় ও কীভাবে হামলা হবে, সে বিষয়ে কিছু জানায়নি স্বরাষ্ট্র বিভাগ।
চিঠিতে বিলাওয়াল ভুট্টোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ই অক্টোবর কায়েদে আজম মোহাম্মাদ আলী জিন্নাহ’র মাজারে এক সমাবেশে ভাষণ দেবেন বিলাওয়াল। সমাবেশে তার সম্ভাব্য উপস্থিতিকে কেন্দ্র করে এরইমধ্যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইআরআইবি