ককটেল বিস্ফোরণ খালেদা জিয়ার কার্যালয়ের সামনে
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে স্লোগানরত নেতা-কর্মীদের মিছিল থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
সে সময় খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
তবে ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এটা সরকারের এজেন্টদের কাজ যারা অতীতেও দল ভাঙ্গার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, নয়াপল্টন ও গুলশানের ঘটনা একই সূত্রে গাঁথা। দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পরিকল্পিতভাবে এরকম কাজ করা হচ্ছে।