শুরু হতে যাচ্ছে লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।বাউল মেলা, লালনসংগীতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব ২০১৪। চলবে সোমবার পর্যন্ত।লালন একাডেমি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ।স্মরণোৎসবকে ঘিরে ইতোমধ্যেই লালন সাঁইজীর মাজারে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, অনুসারী ও দর্শনার্থী। কুষ্টিয়া শহরের কোলঘেঁষা কুমারখালীর কালী নদীর তীরে মাঠে বসানো হয়েছে লালন মেলা। স্টলে-স্টলে পসরা সাজিয়ে বসেছেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে। বাউল সম্রাট ফকির লালন শাহ’র জীবন-কর্ম, জাতপাতহীন মানবদর্শন, মরমীসংগীত ও চিন্তা চেতনার আদর্শিক বিষয়গুলো সামনে রেখে চলবে এ স্মরণোৎসব।এদিকে লালন স্মরণোৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম।