শচীনের মেজাজের গুণ
স্পোর্টস ডেস্কঃ বাঙালি বন্ধু লুৎফর রহমান বাদলের ডাকে সম্প্রতি ঢাকায় এসেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার বাংলাদেশে এসে অনেক ব্যতিক্রম অভিজ্ঞতা হয়েছে শচীনের। এই যেমন হোটেল কর্তৃপক্ষকে বলেছেন তার শার্ট ইস্ত্রি করে আনতে। কিন্তু তারা ভুল করে সেটা পাঠিয়ে দিলেন ওয়াশিংয়ে। সংগত কারণে লোগো উন্মোচন অনুষ্ঠান এক ঘণ্টা দেরিতে শুরু করতে হয় বাদলকে।
কিন্তু মেজাজ হারাননি শচীন। শান্তভাবেই অনুষ্ঠান শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন।
এতে গেল শচীনের মেজাজের গুণ। তার অসংখ্য গুণের মধ্যে আরো একটি দেখার সৌভাগ্য হয়েছে বাদলের। শুনুন বাদলের মুখেই সে কথা, ‘একবার আমি তাকে নিয়ে ওয়েস্টিন হোটেলে খেতে বসেছি। খাওয়ার তালিকায় মুরগির মাংসসহ অনেক কিছুই ছিল। দুজনের খাওয়া শেষে কিছু খাবার বেঁচে যায়। ও (শচীন) আমাকে বললো, এগুলো প্যাকেট করে বাড়ি নিয়ে যাও। খাবার অপচয় করো না।’
এই না হলে কিংবদন্তি!
Posted in: খেলা