তুষারঝড়ে নিহত ২৯
ইন্টারন্যাশনাল ডেস্কঃ নেপালের হিমালয়ে তুষারঝড় ও তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে পৌঁছেছে। এই পর্বতারোহীদের মধ্যে বিদেশি ও স্থানীয় লোকজন রয়েছে।স্থানীয় কর্মকর্তারা জানান, পর্বতারোহীদের ২৪ জনের লাশ অন্নপূর্ণার আশপাশে পাওয়া গেছে। তুষারধসে নিখোঁজ পাঁচজনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।গত মঙ্গলবার হিমালয়ের অন্নপূর্ণা থেকে ফেরার সময় পর্বতারোহীদের একটি বড় দল তুষারঝড়ে পড়ে।
এর আগে তাঁরা মাউন্ট ধাউলাগিরি পর্বতের ওপরের বিশাল শিলাখণ্ড মাপার চেষ্টা করছিলেন।গত এপ্রিলে মাউন্ট এভারেস্টে ১৬ জন পর্বতারোহী প্রাণ হারান।
Posted in: আর্ন্তজাতিক