বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আইএস পতাকা এবার কাশ্মীরে

আইএস পতাকা এবার কাশ্মীরে 

ডেস্ক রিপোর্ট: ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত ইসলামিক স্টেটের (আইএস) পতাকা এবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে উদ্ধার হয়েছে। বুধবার শ্রীনগরের তিন স্থান থেকে এই পতাকা পাওয়া যায় বলে ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে।
বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে সতর্কতা অবলম্বন করেছে জানিয়েছেন উর্ধ্বতন সেনা কর্মকর্তা সুব্রত সাহা।
তিনি জানিয়েছেন ‘সমস্ত নিরাপত্তা বাহিনী এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’ তার মতে আইসিস ভারতবিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তিকে আকর্ষণ করতে চাইছে।

is

যদিও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, কাশ্মীরে আইএসের কোনো জঙ্গিগোষ্ঠী নেই। তার মতে কিছু ব্যক্তি এই পতাকা টাঙিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো জানিয়েছেন যারা এই পতাকা কাণ্ডের পিছনে জড়িত, তাদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় যে ব্যক্তি এই পতাকা বানিয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
নিরাপত্তা সূত্র মতে, ছয় পাকিস্তানি তালিবানি নেতা এবং কিছু স্থানীয় নেতা আইএস ও এর প্রধান আবু বাকর আল-বাগদাদির সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছেন।

তথ্যসূত্র : জিনিউজ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone