ওয়ানডে ছাড়ার পরামর্শ মিসবাহকে
স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক মিসবাহ উল হককে ওয়ানডে ছাড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক গ্রেট ফাস্টবোলার ওয়াসিম আকরাম। সম্প্রতি পাকিস্তানের বাজেপারফর্মের জন্যই মিসবাহকে এমন পরামর্শ দিয়েছেন কলকাতা নাইটরাইডার্সের এই বোলিং পরামর্শক।
অস্ট্রেলিয়ার কাছে গত রবিবার ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপরই মিসবাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ফর্ম না থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি মিসবাহ। ওই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শহিদ আফ্রিদি।
আকরাম বলেছেন, ‘মিসবাহর সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিৎ। যদিও তা সে করছে না। আমার মনে হয়, যদি কোনো সহ-অধিনায়ক দায়িত্ব নিতে রাজি থাকেন তবে মিসবাহর বিদায় বলে দেওয়াই উচিৎ। আর ওয়ানডে থেকেও সরে দাঁড়ানো উচিৎ তার।’