ভারত সফর বাতিল করে দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্কঃ বেতন কাঠামো নিয়ে বিরোধে শেষ পর্যন্ত চলমান ভারত সফর বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ধর্মশালার চতুর্থ ম্যাচটি খেলেই দেশে ফিরবেন ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটাররা।বেতন কাঠামো নিয়ে বেশ কয়েক দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) মধ্যে বিরোধ চলছিল।
ভারত সফরে আসার পরও মাঠে না নামার হুমকি দেয় ক্যারিবীয় দলটি।বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় পাতিল বলেন, “তারা তাদের দল ফিরিয়ে নিচ্ছে এবং এটা হঠাৎ করেই হয়েছে। আজ (শুক্রবার) সকালেই আমরা রিচি রিচার্ডসনের কাছ থেকে ই-মেইল পেয়েছি। পাতিল আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন তারা। “আমরা আইসিসির কাছে যাব এবং ক্ষতির জন্য আদালতে যাবার পরিকল্পনা রয়েছে। আমরা কোনোভাবেই ছাড় দিব না”উল্লেখযোগ্য, দেনা-পাওনা নিয়ে ডব্লিউআইপিএর সঙ্গে বিরোধের কারণে প্রতিবাদ হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিবীয় খেলোয়াড়রা কালো ব্যাজ পড়ে মাঠে নেমেছিলেন। বিকল্প হিসাবে শ্রীলঙ্কার সাথে একটি ওয়ানডে সিরিজ খেলবে ভারত।