২০ মিনিট অবরুদ্ধ থাকার পর মুক্তঃ ফখরুল
নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে শনিবার দুপুর সোয়া ১টা থেকে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির পদবঞ্চিত নেতারা।দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন।
মির্জা ফখরুল ইসলাম ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা কার্যালয়ে নিচের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন মির্জা আলমগীর। এর ২০ মিনিট পর ফখরুল নিচে নেমে আসলে পদবঞ্চিতরা ফটকের তালা খুল দেন।অন্যদিকে, নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে দুপুর পৌনে ১২টা থেকে ছাত্রদলের অফিসে তালা লাগিয়ে দিয়েছেন পদবঞ্চিতরা।
–