বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশের মানুষ পরিবর্তন চায়ঃ এরশাদ

দেশের মানুষ পরিবর্তন চায়ঃ এরশাদ 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এ কারণে দেশের মানুষ এখন পরিবর্তন চায়।   শনিবার সকালে রংপুরে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।   এরশাদ বলেন, ‘দলীয় কোন্দলসহ নানাবিধ কারণে বিএনপি আন্দোলন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে।er

আন্দোলন করার ঘোষণা দিয়ে তারা নিজেরাই সময়ক্ষেপণ করছে। তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে রূপান্তরিত করতে চাই।’   তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী পবিত্র ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আওয়ামী লীগের জনপ্রিয়তায় মারাত্মক আঘাত হেনেছে। আর এ জন্য যে ক্ষতি হয়েছে, তা রিপিয়ার করা সম্ভব হবে বলে মনে হয় না।’   এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ।  রংপুরে আসার পথে দুটি পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।   এরপর সকাল সাড়ে ১০টার দিকে রংপুরে তার বাসভবনে পৌঁছান। এ সময় জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাস্টার, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, ইয়াসির আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone