ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা
নিজস্ব প্রতিবেদক : নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছেন পদবঞ্চিত নেতারা।শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহসভাপতি আবু সাইদের নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিএনপি অফিসের চতুর্থ তলার ছাত্রদলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।ছাত্রদলের যারা পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ পাননি, তারা অতি শিগগির এ কমিটি বাতিলের দাবি জানান।
এ সময় ‘টুকু-এ্যানির কমিটি মানি না’ বলে স্লোগান দিতে থাকেন তারা।নতুন কমিটিকে বিলুপ্ত করে পুরাতন কমিটির পরীক্ষিত নেতাদের দিয়ে পুনরায় কমিটি গঠন না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন পদবঞ্চিতরা।এর আগে গতকাল শুক্রবারও পল্টন এলাকা দখল করে সেখানে বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা। উল্লেখ্য, রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণা করার পর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।