প্রেমিকের জন্য বাবা-মাকে খুন!
ডেস্ক রিপোর্ট : প্রেমিকের জন্য কিশোরী কর্তৃক বাবা-মাকে খুনের উদাহরণ তৈরি হলো ভারতেও। তবে ১৫ বছর বয়সের অভিযুক্ত এই কিশোরী বাবা-মাকে খুনের পর আরো লোমহর্ষক ঘটনারও জন্ম দিয়েছে। প্রমাণ লোপাটের জন্য বাড়িতেই সে প্রেমিকের সঙ্গে মিলে ৭২ দিন ধরে অ্যাসিড দিয়ে মৃতদেহ পোড়ানোর চেষ্টা করতে থাকে। এ ঘটনা ঘটে গুজরাটের ভদোদরায়। কিশোরীটি ছিল দশম শ্রেণির ছাত্রী।
২১ বছরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এই যুবককে পছন্দ না করাই এ হত্যাকাণ্ডের কারণ। কিশোরীর বাবা ৬৩ বছরের পুরুষোত্তম ও মা স্নেহার মৃতদেহ বাড়ি থেকেই উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ৩ আগস্ট কিশোরী তার প্রেমিকের সঙ্গে মিলে খাবারে অজ্ঞান করার ওষুধ মিলিয়ে তাদের খাওয়ায় এবং অজ্ঞান হওয়ার পর ছুরিকাঘাত চালিয়ে খুন করে। এরপর গত ৭২ দিন ধরে তারা দুটি মৃতদেহকে অ্যাসিড দিয়ে পোড়ানোর চেষ্টা করে। এর মধ্যে তাদের ভাড়াটে বাড়িতে ভাড়া দিতে এলে ঘটনা প্রকাশ পায়। জানা যায়, খুনের ঘটনা ঘটানোর পর দুই অভিযুক্ত শারীরিক সম্পর্কও স্থাপন করে। সেই কারণেই কিশোরীটি বর্তমানে গর্ভবতী।