ভারত সফরে যাচ্ছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্কঃ পাঁচটি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে খবরটি জানিয়েছে পাকিস্তান অবজার্ভার পত্রিকা।
সিরিজ আয়োজন করার বিষয়ে আলোচনা করেছেন ভারত ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাতে ভারতে দল পাঠাতে রাজি হয়েছ শ্রীলঙ্কা। সফর শেষ হওয়ার আগেই দেনাপাওনা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা হওয়ায় দেশে ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই শ্রীলঙ্কার শরণাপন্ন হয়েছে ভারত।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচের ভেন্যু এখন চূড়ান্ত করেনি ভারত। বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।