হংকংয়ে বিক্ষোভকারীদের দখলে মংকক
ইন্টারন্যাশনাল ডেস্কঃ হংকংয়ের মংকক প্রদেশের রাজপথ থেকে বিক্ষোভকারী হঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা দখলে নিয়েছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। শনিবার সকালে পুনরায় তারা মূল প্রশাসন ভবনের সামনের রাস্তা দখল করে। শনিবার সকাল নাগাদ বিক্ষোভকারীরা রাজপথ দখল করে ও দুই দিক থেকেই যান চলাচল বন্ধ করে দেয়।দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই প্রদেশটির প্রধান রাজপথ দখল নিতে প্রায় নয় হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে।
এসময় পুলিশ লাঠি চার্জ এবং মরিচের গুড়া স্প্রে করেছে। তবে সংখ্যায় অনেক বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যেই পুলিশকে পিছু হটিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। কয়েক সপ্তাহ যাবত মং ককের গুরুত্বপূর্ণ অংশগুলো দখল করে তারা বিক্ষোভ প্রদর্শন করে আসছিল।মূলত ২০১৭ সালে হংকয়ের জাতীয় নির্বাচনে চীন কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই অংশ নিতে পারবে, এই নীতির বিরোধিতাই বিক্ষোভের মূল কারণ।এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, লাঞ্ছনা ও অন্যান্য অপরাধের দায়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছে। বিক্ষোভকারীদের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সূত্র: বিবিসি নিউজ।