টেনিসের র্যাকেট ছেড়ে ঝাড়ু হাতে সানিয়া মির্জা
স্পোর্টস ডেস্কঃ টেনিসের র্যাকেট ছেড়ে ঝাড়ু হাতে ভারতকে পরিষ্কার করতে নেমে পড়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। মোদি সরকারের চলমান ‘পরিচ্ছন্ন ভারত‘ আন্দোলনকে এগিয়ে নিতে অনিল আম্বানির চ্যালেঞ্জের পর তিনি নেমে পড়েছেন ঝাড়ু হাতে রাস্তায়।
বৃহস্পতিবার হায়াদারাবাদের জুবলি হিলের জর্জ কলোনির রাস্তা পরিষ্কার করে প্রচারণায় অংশ নেন তিনি। সানিয়া বলেন, ‘আন্দোলনকে এগিয়ে নিতে অনিল আম্বানি আমার দিকে চ্যালঞ্জ ছুড়েছিল। আমি মনে করি এটা করেই দেশের সৌন্দর্য ও সম্মান বৃদ্ধিতে অবদান রাখতে পারব।‘ বাবা ইমরান মির্জা, বোন আনাম মির্জাসহ একদল মানুষের সঙ্গে সানিয়া এই পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেন। এদিকে, তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই পরিষ্কার কার্যে অংশ নিতে বলিউড স্টার শাহরুখ খান, রিতেশ দেশমুখ, সাজিদ খান, সুটার অভিনব বিন্দ্রার প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন।