পৃথিবীপৃষ্ঠে ফিরে এসেছে রহস্য বিমান
ডেস্ক রিপোর্ট : দুই বছর মহাকাশে থাকার পর অবশেষে পৃথিবীপৃষ্ঠে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সেই রহস্য বিমান। এ সেই বিমান, ৬৭৪ দিন আগে উড্ডয়নের পর যার কার্যক্রম নিয়ে রহস্য তৈরি হয়। কারণ যুক্তরাষ্ট্র তাদের এই বিমানের মহাকাশে থাকা নিয়ে কোনো তথ্য দেয়নি। তবে বিমানটির কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করে চীন।
বলা হচ্ছিল, চীনের মহাকাশ মিশনের ল্যাবরেটরির ওপর নজরদারি করার জন্য বিশেষ এই শাটল বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ ধারণা নাকচ করে দিয়েছেন মহাকাশ বিশেষজ্ঞরা। অরবিট টেস্ট ভিহাইকেল অথবা এক্স-৩৭বি নামে বিমানটি পরিচিত হলেও এর কোনো নাম নেই। যে কারণেও এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটিতে এটি নেমে আসে। এদিকে বিবিসির বিজ্ঞানবিষয়ক প্রতিবেদক জোনাথন আমোস জানিয়েছেন, বিমানটি কেন মহাকাশে ছিল, তার প্রকৃত কারণ কেউ জানে না। তবে আমার মনে হয়েছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মহাকাশ মিশন নিয়ে প্রযুক্তিগত গবেষণা করেছে বিমানটি। ‘মহাকাশ মিশন কতটা ব্যয়বহুল (কয়েক শ মিলিয়ন ডলার), তা যদি আপনি মাথায় রাখেন, তবে বুঝতে কষ্ট হবে না- নিশ্চয় এখান থেকে কোনো কিছু উদ্ভাবনের চেষ্টা হচ্ছে’- বলেন জোনাথন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।