বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ ঢাবিতে

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ ঢাবিতে 

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়-এ (ঢাবি) দ্বিতীয়বার  ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ১০জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

du

জানা যায়, শিক্ষার্থীরা সকাল থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিক্ষোভ শুরু করছিল। শিক্ষার্থীরা দ্বিতীয়বার পরীক্ষার সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শাহবাগ থানা পুলিশ বিক্ষোভে বাধা দিতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাক বিতণ্ডা হয়। এ সময় পুলিশ সেখান থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। বর্তমানে আটককৃতরা শাহবাগ থানায় আছে।
শাহবাগ থানার এসআই কামরুল ইসলাম বলেন, ওপরের নির্দেশ আছে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে না দেওয়ার। তারপরও তারা বিক্ষোভ করছিল। ১০জনকে আটক করা হয়েছে।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone