পেটের ভেতর জ্যান্ত মাকড়শা!
ডেস্ক রিপোর্টঃ তিনদিন পরে পেটের ভেতর থেকে উদ্ধার জ্যান্ত মাকড়শা! অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যিই ঘটেছে এক অস্ট্রেলীয় ব্যক্তির সঙ্গে।
ডাইলেন ম্যাক্সওয়েল নামের এক ব্যক্তি ছুটি কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন৷ সমুদ্রতটে রোদ পোহানোর সময় তাঁকে একটি মাকড়সা কামড়ায়৷
এই ঘটনার পরের দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে তার শরীরের ভেতরে রয়েছে এক গভীর ক্ষতচিহ্ন।নাভি থেকে বুক পর্যন্ত ছড়িয়েছে ক্ষত। এরপর ডাক্তার ওই ব্যক্তির শরীরে অস্ত্রপ্রচার করলে উদ্ধার হয় জ্যান্ত মাকড়শাটি৷ হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন মাকড়সাটি তিনদিন ধরেই ওই ব্যক্তির শরীরের ভেতরেই ছিল।
Posted in: জানা-অজানা