পদবঞ্চিদের তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদকঃ পদবঞ্চিদের দেয়া তালা খুলে কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে ছাত্রদলের নতুন কমিটি। রোববার সকাল নয়টার পর ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে অবস্থান নেন নেতারা।
সংগঠনের সভাপতি রাজীব আহসানসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী এই মুহূর্তে কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে শনিবার দুপুরে টানা দুই দিন বিক্ষোভের পর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা দেন ছাত্রদলের পদবঞ্চিতরা।
এসময় তারা নতুন কমিটির কাউকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে কার্যালয়ে তালা দেয়া হয় বলে জানা যায়।
গত মঙ্গলবার রাতে রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ২০১ সদস্যের ছাত্রদলের কমিটি দেয়া হয়। এরপর থেকে পদবঞ্চিত নেতারা বিক্ষোভ করে আসছেন।
বিক্ষোভের মুখে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পারেন সভাপতিসহ নতুন কমিটির নেতারা। একজন সহ-সভাপতি এলেও তাকে লাঞ্ছিত করা হয়।