তারেক রহমানের বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধুকে কটূক্তি ও জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে নিন্দাবাদ ১২৩/এ ধারায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবদুল মালেক (মসিউর মালেক)।
জানা যায়, সেপ্টেম্বরের ২৭ ও ২৯ তারিখে লন্ডনের ইয়র্ক হলে তারেক রহমান বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করে বক্তব্য রাখেন।মামলাটির শুনানির শেষ হয়েছে কিন্তু আদেশ পরে দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।