আবারো জয়ের নায়ক মেসি-নেইমার
স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমের শুরু থেকেই লিওনেল মেসি ও নেইমারের জুটিতে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে তারা। ৮ ম্যাচে ৭ জয়ে বার্সার পয়েন্ট ২২।
শনিবার রাতেও জয়ের দেখা পেয়েছে এবারের স্প্যানিশ লিগের সফলতম ক্লাবটি। নবাগত এইবারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আবারো জয়ের নায়ক মেসি-নেইমার। এই দুই জনের নৈপুণ্যের সঙ্গে গোলের দেখা পেয়েছেন জাভি হার্নান্দেস।
ম্যাচে সহজে জয় পেলেও প্রথমার্ধে কোন গোলের দেখা পায়ানি বার্সেলোনা। তবে মেসি-নেইমাররা একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের ৬০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। গোলদাতা জাভি হার্নান্দেস। লিওনেল মেসির বাড়ানো বল লক্ষ্যভেদ করেন জাভি।
১২ মিনিট পর নেইমার গোল করে ব্যবধান দ্বিগুন করেন। দুই মিনিটের ব্যবধানে গোল করেন মেসি। নেইমারের কোণাকুনি পাসে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। লা লিগায় এটি মেসির ২৫০তম গোল।