বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 1, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন

ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন 

প্রযুক্তি ডেস্ক : ডুয়েল সিমের ফোন বাজারে এসেছে অনেক আগেই। এবার বাজারে এসেছে ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন। আর এ ফোনটি বাজারে ছেড়েছে নতুন প্রতিষ্ঠান ইয়োটাফোন।এই নতুন স্মার্টফোনের একদিকে ক্রিস্টাল ডিসপ্লে এবং অপরদিকে ইলেকট্রনিক পেপার ডিসপ্লে রয়েছে।dual

স্মার্টফোনের স্ক্রিন রেজেলিউশনও ১২৮০x৭২০ পিক্সেল ও ৩৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৬৪০ x ৩৬০ পিক্সেল ও ১৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি।ফাস্ট জেনারেশনের এ ফোনটির ৪.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৭জিএইচজেড ডুয়েল-কোর প্রসেসর, ৪.২.২ জেলি বেন অ্যান্ড্রয়েড। সেই সঙ্গে থাকছে ২জিবি র‌্যাম, ৩২ জিবি সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তুলতে ১ মেগাপিক্সেল ক্যামেরা।আর কানেকটিভিটির দিক থেকে থাকছে টু-জি, থ্রি-জি, ফোর-জি, ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.০ এর সুবিধা।ইয়োটাফোন জানিয়েছে, এই স্মার্টফোনের মূল্য ৩০ হাজার টাকা। তবে শুক্রবার ভারতের বাজারে ফোনটি ছাড়া হলেও বাংলাদেশে আসতে কিছুটা সময় লাগবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone