কাশ্মীর সমস্যার সমাধান আবশ্যক
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান করা এ অঞ্চলের শান্তির জন্য আবশ্যক।গতকাল পাকিস্তান মিলিটারি একাডেমিতে একটি প্যারেডে নব-প্রশিক্ষিত সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে রাখা এক বক্তৃতায় তিনি পাকিস্তানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ খবর জানিয়েছে ডন। জেনারেল রাহিল বলেন, কাশ্মীরের মানুষের উচিত তাদের ভাগ্য নির্ধারণ করা। কেননা, শান্তির অনুসন্ধান হচ্ছে একটি জাতির শ্রেষ্ঠ শক্তি।
তার মতে, জাতিসংঘের প্রস্তাবে যেমনটা বলা হয়েছে, সে অঞ্চলে শান্তি আনতে পারে কেবল কাশ্মীরের জনগণের মতামতের প্রতিফলন ঘটে এমন একটি অবাধ ও সুষ্ঠু প্রস্তাবনায়। নিজের বক্তব্যে জেনারেল রাহিল আরও বলেন, তাদের সামরিক বাহিনী বহিঃশক্তির যে কোনো আক্রমণ মোকাবিলায় স্মপূর্ণ সক্ষম।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ স¤পর্কে তিনি বলেন, অপারেশন যার্ব ই আযব কেবল একটি সাধারণ অভিযান নয়, বরং এটি সমস্যা সমাধানের একটি প্রস্তাবনা ও জাতির প্রতি একটি প্রতিশ্রুতিও। প্রতিশ্রুতিটি হচ্ছে, পাকিস্তানের ভেতর থেকে সন্ত্রাসবাদের মূল চিরতরে উঠিয়ে ফেলা।