ভারতে খেলতে আগ্রহ প্রকাশ করায় চটেছেন কুমার সাঙ্গাকারা
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফর বাতিল করায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ভারত। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ক্ষতির অঙ্কের পরিমাণ আনুমানিক ৪০০ কোটি রূপি!
ক্ষতি পুষিয়ে নিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ভারতে খেলার আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও বিসিসিআইয়ের আমন্ত্রণে সাড়া দিয়েছে। তবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির পরিবর্তে পাঁচটি ওয়ানডে খেলতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা।
এদিকে শ্রীলঙ্কার বোর্ড ভারতে খেলতে আগ্রহ প্রকাশ করায় চটেছেন কুমার সাঙ্গাকারা। টুইটারে সাঙ্গাকারা বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে ফিটনেস নিয়ে কী করব, ভেবে রেখেছিলাম। কিন্তু পরিকল্পনাটা পিছিয়ে গেল।’
আগামী নভেম্বরে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। হোম সিরিজকে সামনে রেখে ছয় সপ্তাহ ফিটনেস ট্রেনিং করার কথা ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ২ টেস্ট ও ৭ ওয়ানডের আগে ভারত সফরকে নিরর্থক বলে মনে করছেন কুমার সাঙ্গাকারা।