বিয়ে করে ভীষণ খুশি দিয়া
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন বলিউড সুন্দরী দিয়া মির্জা। ঘিতোরনির ফার্ম হাউসে বহু দিনের সঙ্গী সাহিল সাঙ্ঘার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দিয়া। চলতি বছরের এপ্রিল মাসে এনগেজমেন্ট হয় এই যুগলের।বিয়ে করে দিয়া জানিয়েছেন তিনি ভীষণ খুশি। আর্য সমাজের নিয়ম নীতি মেনে বিয়ে করেছেন প্রাক্তন এই মিস এসিয়া-প্যাসিফিক।তিনি অনুষ্ঠানস্থলে মিডিয়া কর্মিদের সামনে পোজ দেওয়ার সময় বলেন, ‘একটি ভীষণ সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হল। বিয়ে নিয়ে আমার স্বপ্নটি ঠিক এমনই ছিল।’
রিতু কুমার বাইজি এবং সবুজ সারারাতে বিয়ের সাজে সেজে ছিলেন টিনসেল টাউনের এই নায়িকা। সাহিল তাদের এই বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছিলেন রাঘবেন্দ্র রাঠোরের ক্রিম রঙের সিল্কের আচকান। সঙ্গে অফহোয়াইট সাফা। আদতে হায়দরাবাদের কন্যা দিয়া জানিয়েছেন বিয়েটা হায়দরাবাদে করতে না পারলেও হায়দরাবাদি কনের সাজেই সাজতে চেয়েছিলেন তিনি। দিয়ার বিয়েতে রোশনাই বাড়িয়ে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, মহেশ ভূপতি, লারা দত্ত, রাজকুমার হিরানি, জায়েদ খান, সোফি চৌধুরি, সাইরাস সাহুকাররা। সদ্য বিবাহিত এই দম্পতি জানিয়েছেন এই বছরের দিওয়ালি তাঁরা পরিবারের সবার সঙ্গে দিল্লিতেই কাটাবেন।