চীনে সন্ত্রাসী হামলায় নিহত ২২
ইন্টারন্যাশনাল ডেস্কঃ চীনের পশ্চিমাঞ্চলীয় ঝিনজিয়াং অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। রোববার রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দা নিউইয়র্ক টাইমস।পত্রিকার এক প্রতিবেদনে জানান হয়, গত ১২ অক্টোবর ঝিনজিয়াং প্রদেশের কাশগড় এলাকার এক ফার্মার মার্কেটে ছুরি ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় চার ব্যক্তি। তারা স্থানীয় পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তাদের হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়। নিহতদের অধিকাংই হান সম্প্রদায়ের সদস্য। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারীও নিহত হন।বাচু কাউন্টির ওই ফার্মার মার্কেটে কারা হামলা চালিয়েছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এসব হামলার জন্য সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে দায়ি করে থাকে চীন।স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশিম ইলির বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে সড়কে টহলরত পুলিশের ওপর মোটর সাইকেলে করে হামলা চালায় দুই হামলাকারী। বাকি দুজন বাজারের প্রবেশমুখে অবস্থিত হান সম্প্রদায়ের দুই দোকানদারের ওপরও হামলা চালায়।তবে এ হামলার খবর চীনা সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়নি। এই ধরণের হামলার খবর সে দেশের পত্র পত্রিকাগুলোতে কেন গোপন রাখা হচ্ছে তা স্পষ্ট নয়। এছাড়া ঝিনজিয়াংয়ের সমস্যাসঙ্কুল এলাকাগুলোতে বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া না।সাম্প্রতিক মাসগুলোতে চীনের ঝিনজিয়াং প্রদেশে সহিংস হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার জন্য ইসলামি জঙ্গিবাদকে দায়ি করে থাকে চীন সরকার। তবে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় বলছে, চাকুরিসহ চীন সরকারের নানা বৈষম্যের কারণেই এসব হামলার ঘটনা ঘটছে।