সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
ডেস্ক রিপোর্টঃ জাতীয় অধ্যাপক ও দেশের প্রখ্যাত ইতিহাসবিদ সালাহউদ্দিন আহমদ এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘এ দেশের স্বনামধন্য শিক্ষক, কৃতি ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক সালাহউদ্দিন আহমদ এর মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক হিসেবে তিনি ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিহাসবোধ তৈরি করেছিলেন। যার মাধ্যমে দেশ, মানুষ, নিজস্ব সংস্কৃতি ও ভাষা সম্পর্কে শিক্ষার্থীরা সম্যক জ্ঞানলাভ করেছে। একজন পন্ডিত শিক্ষক হিসেবে তিনি তার ছাত্রদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।
বেগম জিয়া বলেন, দেশে একজন বিদ্বান ইতিহাসবিদ হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষক ও ইতিহাসবিদকে হারালো, যার শূন্যস্থান খুব সহজে পূরণ হবেনা।
তিনি জাতীয় অধ্যাপক মরহুম প্রফেসর সালাহউদ্দিন আহমদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
রোববার সালাহউদ্দিন আহমেদ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।