ইরাকে মসজিদে বোমা হামলায় নিহত ২১
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটেছে।
হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, পশ্চিম বাগদাদের হার্থিয়া এলাকার ওই শিয়া মসজিদে অন্ত্যোষ্টিক্রিয়া চলাকালীন সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ওই হামলাকারীও নিহত হয়েছে বলে জানান তিনি।
কোনো দল বা গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে রোববার উত্তর বাগদাদের তারমিয়াহ এলাকায় অপর এক বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। ওই বোমাটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। সূত্র: আলজাজিরা