নতুন ঝলক হতে চলেছেন আনুশকা
ডেস্ক রিপোর্ট : ক্রিকেটীয় বীর বিরাট কোহলির সঙ্গে বলিউড ললনা আনুশকা শর্মার প্রেমের গল্প কোথায় শেষ হচ্ছে- এই নিয়ে মাতামাতি শেষ না হতেই এল আরো গরম খবর। প্রথমবারের মতো আইটেম গার্ল হয়ে রুপালি পর্দার নতুন ঝলক হতে চলেছেন আনুশকা।
‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় আইটেম সংয়ের প্রধান ফোকাস হচ্ছেন আনুশকা। এ সিনেমায় তার বিপরীতে থাকছেন রণবীর সিং। এ ছাড়া আইটেম সংয়ে আরো দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, ফারাহ আখতার, অনিল কাপুর ও শেফালি শাহকে। তবে এতে প্রধান ভূমিকায় থাকবেন আনুশকা।
সিনেমাটি পরিচালনা করছেন জয়া আখতার। আনুশকার আইটেম সং নিয়ে ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানির সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে খরবটি ছড়িয়ে পড়ার পর আনুশকাকে নিয়ে দর্শক-ভক্তদের মধ্যে নতুন করে সাড়া পড়ে গেছে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।