ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়ার পথে রিয়াল
স্পোর্টস ডেস্কঃস্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় তারা আটটি ম্যাচে মাঠে নেমেছে। তার মধ্যে ছয়টিতে জিতেছে। হেরেছে দুটিতে। আট ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কার্লো আনচেলোত্তির দল।
পয়েন্টের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকলেও গোলের দিক দিয়ে শীর্ষে রয়েছে লস ব্লাঙ্কোসরা। আট ম্যাচে তারা গোল করেছে ৩০টি। যার গড় ৩.৭৫। ছয়টি জয়ের তিনটিতে তারা ৫টি করে গোল করেছে। শনিবার লেভান্তের বিপক্ষে জয় পেয়েছে ৫-০ গোলে। তার আগে এলচের বিপক্ষে ৫-১ গোলে ও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল। রিয়াল মাদ্রিদের ৩০ গোলের ১৫টিই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যারেথ বেল করেছেন ৪টি। করিম বেনজেমা করেছেন ৩টি।
এই গড়ে (৩.৭৫) গোল হতে থাকলে মৌসুম শেষে রিয়ালের মোট গোল দাঁড়াবে ১৪২-এর অধিক (৩.৭৫X৩৮)। যা লা লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ড গড়বে। তবে এর আগে রিয়াল এক মৌসুমে ১২১ গোল করেছিল। হোসে মরিনহোর তত্ত্বাবধানে হয়েছিল সেই রেকর্ড। এবার অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে মরিনহোর রেকর্ডটি ভেঙে ফেলতে পারেন কার্লো আনচেলোত্তি। ১৪২ গোল হয়ে গেলে সেটা ভাঙতে হয়তো অনেক বছর সময় লাগবে।
তবে আট ম্যাচে ৩০ গোল করার রেকর্ড এটিই প্রথম নয়। এর আগে ১৯৫৯-৬০ ও ১৯৮৭-৮৮ মৌসুমে আট ম্যাচে ৩০ গোল হয়েছিল।