দেশে ফিরছেন মামুনুল আজ
স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শুরু হয়েছে আট দিন হয়ে গেল। ইতিমধ্যে তিনটি ম্যাচে মাঠে নেমেছে অ্যাটলেটিকো ডি কলকাতা। এই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। কিন্তু এখনো একটি ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি। বেঞ্চে অলস বসিয়ে রাখা হচ্ছে তাকে।
এদিকে দুটি প্রীতি ম্যাচ খেলতে ২১ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ২৪ অক্টোবর যশোরে ও ২৭ অক্টোবর রাজশাহীতে দুটি প্রীতি ম্যাচ খেলতে লংকান ফুটবলাররা। তাদের বিপক্ষে মামুনুলের খেলার কথা ছিল না
কিন্তু অলস বসিয়ে রাখায় অ্যাটলেটিকো ডি কলকাতার কাছে মামুনুলকে চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর সেই চিঠি গ্রহণ করে ২৮ অক্টোবর পর্যন্ত মামুনুলকে ছুটি দিয়েছে কলকাতার দলটি।
ছুটি পেয়ে সোমবারই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের অধিনায়কের। এরপর মঙ্গলবার দলের সঙ্গে যশোর চলে যাবেন তিনি। ২৪ অক্টোবর যশোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন। এরপর ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলে পরদিন আবার ভারত চলে যাবেন বাংলাদেশ দলের অধিনায়ক।