ইবোলা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : ইবোলা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
এর আগে গত ১৬ অক্টোবর বিদেশ থেকে আগত সকলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে মেডিক্যাল টিম নিয়োজিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
রিটে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সাতজনকে বিবাদী করা হয়।
Posted in: জাতীয়