আরও এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা লতিফের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন। জানা গেছে,আদালতে হাজির না হওয়ায় মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় আ.লীগ নেতা লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী তার চেয়ে হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধী।হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই,আছে শুধু রিডাকশন।এছাড়া তিনি প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়েও আজেবাজে মন্তব্য করেন।লতিফের এই বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইসলাম অবমাননার অভিযোগে উলামা লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ২ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।