সর্বোচ্চ গোলদাতার দ্বিতীয় স্থানে নেইমার
স্পোর্টস ডেস্কঃ নেইমার দ্য সিলভা। বার্সেলোনার হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সা। দলের হয়ে গোল করেন জাভি, নেইমার ও মেসি।
স্প্যানিশ ক্লাবটির হয়ে নেইমারের এই ম্যাচটি ছিল ৫০তম ম্যাচ। আর এদিন তিনি যে গোলটি করেছেন সেটা ছিল তার ফুটবল ক্যারিয়ারের ২০০তম গোল। কাতালানদের জার্সি গায়ে নেইমার ৫০ ম্যাচে করেছেন ২৪ গোল।
অন্যদিকে ব্রাজিলের হয়ে করেছেন ৪০ গোল। আর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে তিনি করেছিলেন ১৩৬ গোল। তাতে তার মোট গোল দাঁড়িয়েছে ২০০ তে
শনিবার এইবারের বিপক্ষে তার এই গোলটি ছিল লা লিগার চলতি মৌসুমে বার্সার হয়ে অষ্টম গোল। আট গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৫ গোল নিয়ে শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৭ গোল নিয়ে মেসি রয়েছেন তৃতীয় স্থানে।