নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০
ইন্টারন্যাশনাল ডেস্কঃ নাইজেরিয়ায় সেনাবাহিনী ও বোকো হারাম যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জন বোকো হারাম যোদ্ধা ও পাঁচজন বেসামরিক লোক।সামরিক বাহিনী ও শহরের বাসিন্দারা সোমবার বিষয়টি জানিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে পার্শ্ববর্তী দেশ চাদে উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা।
সেই সঙ্গে ছয় মাস আগে অপহরণ করা দুই শতাধিক ছাত্রীকে মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে দেওয়ার কথা বোকো হারামের। কিন্তু তা না হয়ে উল্টো ঘটনা ঘটল।প্রসঙ্গত, নাইজেরিয়া সরকার ও সেনাবাহিনী পক্ষ থেকে সম্প্রতি বলা হয়, সরকার বোকো হারামের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি সই করতে সম্মত হয়েছে। সেইসঙ্গে এ কথাও বলা হয় যে, মঙ্গলবারের মধ্যে বোকো হারাম অপহৃত দুই শতাধিক ছাত্রীকে ফেরত দেবে। আগস্ট মাসে চিবক শহর থেকে ওই ছাত্রীদের অপহরণ করে বোকো হারাম। তবে বোকো হারামের পক্ষ থেকে শুরু থেকেই এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে এক সেনা অফিসার বলেন, বোকো হারাম যোদ্ধারা রবিবার রাতে দামবোয়া শহরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সেনারা গুলি চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২৫ যোদ্ধা নিহত হয়। সংঘর্ষস্থল থেকে সাঁজোয়া যান ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, দামবোয়া বোকো হারামের একটি অন্যতম ঘাঁটি। শহরটি ক্যামেরুন সীমান্তে অবস্থিত। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। জুলাই মাসে সেনা অভিযানে শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয় বোকো হারাম। সূত্র: রয়টার্স।