স্বামীকে খুশি রাখতে সব সময়ই সচেষ্ট সানি
বিনোদন ডেস্ক : সানি লিওন পর্নো জগতে থাকার সময় থেকেই তার ম্যানেজার হিসেবে কাজ করছেন ড্যানিয়েল ওয়েবার। ২০১১ সালে সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার বিয়ে করেন।একসময়ের বিশ্বের শীর্ষ ১০ পর্নো তারকা থেকে বর্তমানে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠা সানি লিওন সব সময়ই বলে এসেছেন, ‘ড্যানিয়েল আমার পাশে না থাকলে আমি কিছুই নই। স্বামী ড্যানিয়েল আমার ম্যানেজার এবং সব সময় পাশে থাকেন।
এ জন্য আমি স্বামীর কাছে ঋণী।’প্রিয় স্বামীকে খুশি রাখতে সব সময়ই সচেষ্ট সানি। সেটারই আবার প্রমাণ দিলেন ড্যানিয়েল ওয়েবারের বার্থ ডেতে। বলিউড সিনেমা মস্তিজাদের শুটিং নিয়ে ব্যস্ত থাকা সানি লিওন স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্য এক্সক্লুসিভলি এক বার্থ ডে পার্টির ব্যবস্থা করলেন শুটিং সেটেই। সানি সেই ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।সানি জানিয়েছেন, পাটায়ায় শুটিং সেরে বরের সঙ্গে যাবেন এক রোমান্টিক ডিনারে।