বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত হতে পারে আইএস: জাতিসংঘ

যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত হতে পারে আইএস: জাতিসংঘ 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  ইরাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে বিবেচনা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।দেশটির ইয়াজিদি সমপ্রদায়ের ওপর ইসলামিক স্টেট জঙ্গিদের চালানো বর্বরতার প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি দেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ইভান শিমোনোভিচ।তিনি বলেন, ইসলামিক স্টেট জঙ্গিরা ন্যায় বিচার বলতেম কেবল মানুষকে হত্যা করাকেই বোঝে।

ivan'

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ইভান শিমোনোভিচ সপ্তাহব্যাপী ইরাক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরই সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলে, সেখানে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডযুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে বিবেচনা করা হতে পারে। আর এর ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসলামিক স্টেটের বিচার হতে পারে।তিনি বলেন, জঙ্গিরা ইয়াজিদি সমপ্রদায়ের লোকজনকে যে হারে হত্যা করেছে, সেটি গণহত্যার পর্যায়ে পড়ে।ইভান শিমোনোভিচ বলেন, জঙ্গিরা ন্যায় বিচার বলতে কেবল মানুষকে হত্যা করাকেই বোঝে।এ ছাড়া জঙ্গিরা ইয়াজিদি মেয়েদের যৌন-দাসত্ব করতেও বাধ্য করছে বলে অভিযোগ করেন ইভান শিমোনোভিচ।ইভান শিমোনোভিচ ইরাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডের ওপর এক তথ্যানুসন্ধান মিশনে গিয়ে জঙ্গিদের বর্বরতার শিকার ইয়াজিদি সমপ্রদায়ের বহু লোকজনের সঙ্গে দেখা করেন।সেখানে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় একই পরিবারের সব পুরুষ সদস্যকে হত্যা করা হয়েছে এবং যৌন দাসত্বে বাধ্য করার পর পালিয়ে আসা ১২ বছর বয়সী কিশোরী, এমন অনেকের সঙ্গে কথা বলেছেন ইভান শিমোনোভিচ।এদিকে সোমবার রাজধানী বাগদাদে একটি শিয়া মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।বিশ্লেষকরা বলছেন, শহরটিতে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ইসলামিক স্টেট জঙ্গিদের প্রচারণার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone