নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদেরকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা
ডেস্ক রিপোর্টঃ নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার দিবাগত রাত ১২টায় নাটোরের বড়াইগ্রামে পৌছে এ ঘোষণা দেন মন্ত্রী।তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার দায়ভার সরকার বহন করবে বলেও মন্ত্রী ঘোষণা দেন।
এদিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।