২২ জন ছাত্রদলের নেতাকর্মীকে আটক
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ২২ জন ছাত্রদলের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহসিন, আখতার, মামুন খান, রাইমানুর ইসলাম, মনির হোসেন, রোমান, ইমন, ইউসুফ, সাজেদুল, মোরশেদ আলম। তবে অন্যদের নাম জানা যায়নি।
রমনা থানার সাব ইন্সপেক্টর আল আমিন জানান, নাশকতার আশাঙ্কায় এদের আটক করা হয়েছে। এরা ছাত্রদলের কিনা জানি না।
ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটয়ারী বলেন, পুলিশ অন্যায়ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের আটক করেছে। কেন্দ্র ঘোষিত ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেয়ার উদ্দেশেই সরকার পুলিশ দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের আটক করছে।