ভিসিকে স্মারকলিপি প্রদান ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এম আমজাদ আলী এসে তাদের ব্যানার পেস্টুন কেড়ে নিয়ে যান।পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের মধ্য থেকে ৬ জনের একটি প্রতিনিধি দল ভিসি বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।শিক্ষার্থীরা বলেন, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে- সেটি খুবই দুঃখজনক। পূর্ব ঘোষণা ছাড়া এরূপ সিদ্ধান্ত নেয়ায় দেশের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর জীবন আজ অনিশ্চয়তার মুখে পড়ছে।
স্মারকলিপিতে যা যা রয়েছে-
যেসব শিক্ষার্থী প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যায়ে ভর্তি হওয়ার সুযোগ পায়নি তারা পূর্ব নিয়ম অনুযায়ী এবং ভিসির দেয়া আশ্বাসে দ্বিতীয়বার ঢাবিতে ভর্তির সুযোগ না পেলে তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে পড়বে। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।
ঢাবির এমন সিদ্ধান্তের ফলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হবে।
এ সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক ব্যবস্থার কবলে পড়তে বাধ্য হবে, অনেকের পক্ষে অতিরিক্ত শিক্ষা ব্যয় বহন সম্ভব হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী ২২ বছরের ঊর্ধ্বে কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না, এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ হারালে ২২ বছরের ঊর্ধ্ব শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে এবং যারা ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নি তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
ভর্তি কমিটি যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে চান তবে অন্তত এক বছর পূর্বে শিক্ষার্থীদের অবহিত করা প্রয়োজন যেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।
এসময় একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাসদ ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় কলা অনুষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এসময় তারা ডাকসু নির্বাচনের দাবিও জানান।