নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন
ডেস্ক রিপোর্টঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার ঢাকা মহাসড়কের রাজ্জাকের মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।একই পরিবারের ছয়জনসহ মোট ১৪ জনের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় সিধুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পরে সিধুলি গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।এদিকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত টিম তাদের কাজ শুরু করে দিয়েছে। সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Posted in: বিবিধ