ছাত্রদল দ্বারা অবরুদ্ধ বিএনপি নেতারাঃখাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতারা তাদেরই ছাত্রসংগঠন ছাত্রদল দ্বারা অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জনতার প্রত্যাশা নামক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা তাদেরই ছাত্রসংগঠন ছাত্রদল দ্বারা অবরুদ্ধ। নিজারা নিজেরা মারামারি করে। এভাবে নিজেরা নিজেদের অবরুদ্ধ করে রাখলে আন্দোলন হবে না। বিএনপির আন্দোলনের সময়ও আর আসবে না।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। বিএনপি সংসদে নেই। যারা সংসদে আছে, তাদের সঙ্গেই সংলাপ হবে।’
তিনি বলেন- ‘২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। এবং সেই নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।