রেলমন্ত্রীর গায়ে হলুদ কাল
নিজস্ব প্রতিবেদকঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও চান্দিনার মীরাখলা গ্রামের এড. হনুফা আক্তার রিক্তার বিবাহ উপলক্ষে গায়েহলুদ অনুষ্ঠান হবে বুধবার। বর মুজিবুল হক ও কনে রিক্তার পারিবারিক সূত্রে জানা গেছে রাজধানীর সংসদ ভবনের কনভেশন হাউজে গায়েহলুদ অনুষ্ঠান হবে ।
গায়েহলুদের সকল উপকরণ সোমবার বর মন্ত্রী মুজিবুল হকের বাড়ি থেকে কনে রিক্তার বাড়িতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কনে রিক্তার বাড়ি থেকে বর মুজিবুল হকের বাড়িতে গায়েহলুদের উপকরণ পাঠানো হবে।
কনে রিক্তা ঢাকায় অবস্থান করছেন। বুধবার কনে রিক্তার বাড়ি থেকে নিকট আত্মীয় ও পরিবারের সদস্যরা ঢাকায় গায়েহলুদে যোগ দিবেন। আর শুক্রবার শুভ পরিণয় হবে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে। এদিকে বিয়ে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কনে রিক্তার পরিবার।
Posted in: জাতীয়