টাইগারদের অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া
স্পোর্টস ডেস্কঃ সফরকারী জিম্বাবুয়ে দলকে তিন উইকেটে হারিয়ে দীর্ঘ দিন পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্মরণীয় এই জয়ের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
সোমবার সন্ধায় এক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অবিস্মরণীয় সাফল্যে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’
এ সময় বেগম খালেদা জিয়া প্রত্যাশা করেছেন, আগামীতেও ক্রিকেটাররা এই সাফল্য ধরে রাখবেন। তিনি বলেন, ‘আমি আশা করি নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ নিলে আগামীতেও এ ধরনের সফলতা ধরে রাখতে সক্ষম হবে টাইগাররা।’