বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » নিজামীর রায়কে ঘিরে আইন-শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

নিজামীর রায়কে ঘিরে আইন-শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদকঃ  জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণার জন্য ধার্য্য রয়েছে। রায়কে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা রয়েছে। জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে। রায় তাদের পছন্দ না হলে বিক্ষোভ, ভাঙচুর, হরতালের মত কর্মসূচি ঘোষণা দিতে পারে। এতে করে আইন-শৃংখলার অবনতি ঘটার আশংকা করছে সরকার।

2

স্বরাষ্ট্র মন্ত্রনালয় ইতিমধ্যে পুলিশ, বিজিবি এবং র‌্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  নির্দেশ দিয়েছে।মতিউর রহমান নিজামীর মামলার রায়কে সামনে রেখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গেমতবিনিময় করেন। আরব আমিরাত সফর নিয়ে এ মতবিনিময় করেন।এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, রায় কি হবে তা আদালত জানেন। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। তবে বাংলাদেশের জনগণ এ ধরনের লোকের কঠিন শাস্তি চায়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়কে কেন্দ্র করে যদি কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তা কঠোর হাতে দমন করা হবে।তিনি বলেন, যখন এ ধরনের রায় আসে তখন আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুুতি থাকে। এবারও তারা সেটা করছে।এদিকে পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ঢাকা প্রতিদিন ডটকমকে বলেছেন, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহর, থানা ও উপজেলা সদর এবং বন্দর এলাকায় কড়া পাহারায় থাকবে নিরাপত্তা বাহিনী। দেশের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপণায় নিরাপত্তা জোরদার করা থাকবে।তিনি বলেন, কোর্ট এলাকা ছাড়াও রাস্তায় চলাচলের পথে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার বা তাদের দেহ তল্লাশি করা হবে। মহিলাদের দেহ তল্লাশির জন্যও পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন থাকবে।জামায়াতে ইসলামী বা তার কোন সংগঠনকেঅতীতের মতই রাজধানীতে মিছিল করতে না দেয়ার সিদ্ধান্ত রয়েছে পুলিশের। কিন্তু অতীতের মত গণজাগরন মঞ্চ কি মিছিল সমাবেশ করার অনুমতি পাবে?এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (রমনা) আব্দুল বাতেন বলেন, গণতান্ত্রিকভাবেই সেটার ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone