‘লিঙ্গ বৈষম্য সূচকে’ অগ্রগতি বাংলাদেশের
ডেস্ক রিপোর্টঃ শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কাজে অংশগ্রহণ এই মাপকাঠিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘লিঙ্গ বৈষম্য সূচকে’ ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে বাংলাদেশ।
বিশ্বের ১৪২ দেশে নারীদের অবস্থান নিয়ে করা এ সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৬৮তম। গত বছর ১৩৬ দেশের মধ্যে ৭৫ নম্বরে ছিল বাংলাদেশ।
সূচকে দক্ষিণ এশিয়ায় সব চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান রয়েছে শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে।
জেনেভাভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম মঙ্গলবার প্রকাশ করে ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৪’। ফোরামের এ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ১১১ দেশের গত নয় বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতায় সামান্য অগ্রগতি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ২০০৬ সালে যেখানে ১০০ পুরুষের বিপরীতে ৫৬ নারী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পেত সেখানে বর্তমানে ৬০ নারী এ সুযোগ পাচ্ছেন।
নারী-পুরুষের এ ব্যবধান সবচেয়ে কম স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে। বৈষম্য সম্পূর্ণ লোপ করার কাছাকাছি পৌঁছেছে ৩৫টি দেশ । বর্তমানে বিশ্বে ১০০ পুরুষের বিপরীতে স্বাস্থ্য সেবার আওতায় এসেছে ৯৬ নারী ।
এরপর অগ্রগতি শিক্ষায়। ২৫ দেশ এ ক্ষেত্রে বৈষম্য পুরোপুরি বিলোপ করেছে। বিশ্বব্যাপী ১১০ ছেলের বিপরীতে শিক্ষার সুযোগ পাচ্ছে ৯৪ মেয়ে । –