মার্কিন আদালতের সমন জারি অমিতাভ বচ্চনের বিরুদ্ধে
বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা অমিতাভ বচ্চনকে সমন পাঠিয়েছে আমেরিকার একটি আদালত।১৯৮৪-র দাঙ্গা নিয়ে শিখ সম্প্রদায়ের অধিকার রক্ষার একটি সংগঠনের তরফে পেশ করা মানবাধিকার মামলায় এই সমন পাঠানো হয়েছে বিগ-বিকে।
মার্কিন একটি জেলা আদালত আমেরিকারই একটি শিখ সংগঠনের পক্ষ থেকে করা মামলায় এই সমন পাঠিয়েছে।অভিযোগকারীদের মধ্যে দাঙ্গায় আক্রান্ত দু’জন শিখও রয়েছেন। তাঁদের মধ্যে একজন দিল্লিতে থাকেন, অপরজন বর্তমানে মার্কিন মুলুকের নিবাসী।আদালত নির্দেশ দিয়েছে ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে। ৩৫ পাতার অভিযোগ পত্রে বিগ-বি’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিমাত বচ্চন। সেই থেকেই আগুন দাঙ্গায় পরিণত হয়ে যায়।