শারজায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীসহ ৪জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীসহ ৪জন নিহত হয়েছে।মঙ্গলবার একটি রেঞ্জ রোভার প্রাইভেটকার পার্কিং করা ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত বাংলাদেশীর নাম রহমত আলী শামস
বুধবারের খালিজ টাইমস ও গাল্ফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কারটিতে থাকা ৪ যাত্রীই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশী, এক ভারতীয় ও দুই আমিরাতী নাগরিক রয়েছেন।শারজার ট্রাফিক পুলিশ বিভাগের প্রধান কর্নেল শাওয়াফ আবদেল রহমান জানান, দ্রুত গতিতে চালিয়ে আসা কারটি পার্ক করে রাখা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।