গার্লফ্রেন্ডকে পিটিয়েছেন ম্যারাডোনা
স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা তার সাবেক গার্লফ্রেন্ড রোসিও ওলিভাকে পেটাচ্ছেন- এমন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে দেশটির একটি টেলিভিশন। ‘নসোট্রাস আল মেডিওডিয়া’ শীর্ষক ওই টিভি প্রোগ্রামে অবশ্য বলা হয়নি, কখন এ কাজ করেছেন তিনি।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ওলিভাকে বলতে শোনা যায়, ‘থাম! থাম! আমাকে পেটানো বন্ধ করো!’ ভিডিওচিত্রটি নিউ ইয়র্ক ডেইলি নিউজেও প্রকাশ করা হয়৫৩ বছর বয়স্ক ম্যারাডোনার বিরুদ্ধে ওলিভা ইতোপূর্বে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন।ম্যারাডোনা আর্জেন্টিনার সাংবাদিক ম্যারিনা ক্যালাব্রোকে বলেছেন, তিনি কেবল ওলিভার হাত থেকে সেলফোনটি ছুঁড়েছিলেন। তিনি ঈশ্বরের নামে শপথ করে বলেছেন, তিনি কখনো কোনো নারীকে পেটাননি।ম্যারাডোনার বিরুদ্ধে আরো কয়েকবার নানা অভিযোগ ছিল। তবে এবারের ভিডিওচিত্রটি সত্য হলে নতুন করে বড় ধরনের ঝামেলায় পড়বেন তিনি