লা লিগার সর্বোচ্চ গোলদাতা রোনালদো
স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বসেরা এক ফুটবলারের নাম। চলতি মৌসুমে যিনি উড়ছেন। স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগে একের পর এক গোল করে চলছেন। গেল মৌসুমেও তিনি ছিলেন দুর্দান্ত। লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন। আর সেটার পুরস্কার পেলেন সোমবার রাতে। স্প্যানিশ লা লিগার গেল মৌসুমের (২০১৩-১৪) সেরা খেলোয়াড়, সেরা গোল ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন তিনি। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার জেতার পর বলেন, ‘দারুণ একটি রাতে হ্যাটট্রিক পুরস্কার।’ আসলে রিয়াল মাদ্রিদের জন্য এটা ছিল একটি গুরুত্বপূর্ণ ও সাফল্যের রাত। ক্রিস্টিয়ানো রোনালদো একাই জিতেছেন তিনটি পুরস্কার। এ ছাড়া লুকা মদ্রিচ সেরা মিডফিল্ডার ও সার্জিও রামোস সেরা রক্ষণভাগের পুরস্কার জেতেন।
গোলরক্ষক কেইলর নাভাস পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা সেরা অ্যাটাকিং মিডফিল্ডার, ইভান রাকিটিক ও রাফিনহা যথাক্রমে ফেয়ার প্লে ও ব্রেকথ্রো খেলোয়াড়ের পুরস্কার জেতেন।
সেরা কোচের পুরস্কার জিতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনি।